Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

গাদ্দারির পরিণতি এমনই হওয়া উচিত

গাদ্দারির_পরিণাম|| অনেককাল আগের কথা, বাদশাহ হারুনুর রশিদের কাছে এক লোক একটি ডাহুক পাখি বিক্রি করার জন্য নিয়ে এল। তিনি দাম জিজ্ঞেস করলে বিক্রেতা বাজারমূল্যের চেয়েও অনেক বেশি দাম চাইলো। বাদশাহ জানতে চাইলেন, পাখিটির এত দাম কেন? অথচ তার একটি পাখা নেই || লোকটি বললো, মার্জনা করবেন জাঁহাপনা! দেখতে সাধারণ হলেও এটি আসলে একটি বিশেষ পাখি। এর বিশেষত্ব হলো- আমি যখন পাখি শিকারে যাই, তখন এই পাখিটিকেও সঙ্গে করে নিয়ে যাই। আমার পাতানো ফাঁদের সাথে পাখিটিকেও বেঁধে রাখি। এই ডাহুক যখন ডাকে, তখন তার ডাকে অন্য ডাহুকদের মনোযোগ আকর্ষণ করে। তাঁর এই আওয়াজ শুনে অন‍্য ডাহুকেরা এসে জড়ো হয়। তখন আমি ঐ সব ডাহুককে শিকার করি। বলা যায় এই পাখিটিই আমার শিকারের প্রধান ফাঁদ। বাদশাহ তার কথা শুনে পাখিটিকে শিকারীর চাহিদা অনুযায়ী চড়া দামেই কিনলেন এবং সাথে সাথে জবাই করে ফেললেন। শিকারী অবাক হয়ে জিজ্ঞেস করলো, জাঁহাপনা আপনি এত দামে কেনা পাখিটি এভাবে জবাই করে দিলেন? তখন বাদশাহ হারুনুর রশিদ তাকে একটা মহামূল্যবান কথা বললেন, যা ইতিহাসে আজও অমর হয়ে আছে। তিনি বললেন, "যে অন্যজাতির দালালি করার জন্য তাঁর স্বজাতির সাথে-অনায়াসে এমন গাদ্দারি করতে পারে, তার এই পরিণতিই হওয়া উচিত।" #pipramamun

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

জীবন কি?