গ্রীক দার্শনিক সক্রেটিসকে একদিন তার শিষ্য প্লেটো জিজ্ঞেস করলো, "আচ্ছা গুরুদেব, আপনি কি আমায় বলতে পারেন, কিভাবে আমি আমার জীবনের লক্ষ্যে পৌছাতে পারবো?"
সক্রেটিস মুচকি হেসে বললেন, "আচ্ছা আমি তোমাকে সেটা বলতে পারবো, তবে সেটার জন্য তোমাকে আগামীকাল বিকেলে নদীর ধারে আসতে হবে।"
তো যেই কথা সেই কাজ, পরদিন বিকেলে প্লেটো নদীর ধারে গিয়ে গুরুর অপেক্ষা করতে লাগলো। একটুপর সক্রেটিসও এলো। এসে সক্রেটিস বললো "এবার তোমাকে আমার সাথে পানিতে নামতে হবে"।
কেন বা কী? এসব কিছু জানতে না চেয়েই প্লেটো তার গুরুর সক্রেটিসের সাথে পানিতে নেমে গেল। কারণ তার গুরু নিশ্চয়ই তাকে কোন ভালো শিক্ষা দিবেন, এ বিশ্বাস তার ছিল।
তো পানিতে নামতেই সক্রেটিস শক্ত করে প্লেটোর মাথা পানিতে চেপে ধরলো , প্লেটো কিছু বুঝে উঠতে না পেরে হাত পা দাপিয়ে, পানিতে হাস-ফাস শুরু করলো। সে যতই মাথা তুলতে চেষ্টা করে সক্রেটিস তাকে আরও জোরে চেপে ধরে।
এভাবে মিনিট দেড়েক চেপে ধরে রাখার পর, সক্রেটিস তার শিষ্যকে প্লেটোকে ছেড়ে দিলো এবং কিছুক্ষণ পর বললো, "তুমি নিশ্চয় তোমার প্রশ্নের উত্তরটি পেয়েছ?"
প্লেটো বললো, "কিভাবে গুরুদেব?"
সক্রেটিস এবার বললো, "দেখ, যখন তোমাকে আমি পানির নিচে চেপে ধরেছিলাম, তখন তোমার একমাত্র লক্ষ্য কী ছিল? কিসের জন্য তুমি আপ্রাণ চেষ্টা করছিলে?"
শিষ্য বললো "আমার লক্ষ্য ছিল শুধু কিভাবে আমি আমার জীবন বাঁচাবো? কিভাবে মুক্তি পাব এই পানি থেকে?
-"জগতের আর কোন চিন্তা কি তখন তোমার মাথায় ছিলো?"
-"না গুরুদেব।"
ঠিক এভাবেই যখন তুমি তোমার জীবনের লক্ষ্যকে, শুধুমাত্র একটি লক্ষ্যে পরিণত করতে পারবে, জগতের অন্যসব চিন্তা মাথা থেকে দূরে রাখতে পারবে তখনি তুমি তোমার জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবে। হতে পারবে সফল একজন মানুষ।
সক্রেটিসের সেই কথা মতো আমাদের লক্ষ্য স্থির করতে হবে। অন্য সব চিন্তা বাদ দিয়ে শুধু সেই লক্ষের দিকেই ধাবিত হতে হবে তবেই আমরা সফল হতে পারবো।
মোটিভেশন
মোটিভেশনাল গল্প
#pipramamun
#মোটিভেশন
#মোটিভেশনাল_গল্প
0 মন্তব্যসমূহ