Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

আপনি অন্যের সাথে যা করবেন তা আপনার কাছেই ফিরে আসবে

এক গ্রামে একজন গরিব কৃষক ছিলেন। তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বিক্রি করতেন। মাখনগুলো ছিল ১ কেজি করে ওজনের । শহরে গিয়ে কৃষক প্রতি সপ্তাহে দোকানে মাখনগুলো দিয়ে এর পরিবর্তে চাল, চিনি, তেল ও সংসারের প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে আসতেন। একদিন কৃষক চলে যাওয়ার পরে দোকানদার ভাবলেন, মাখনের ওজন সঠিক আছে কিনা একবার পরীক্ষা করে দেখা যাক। মাখনের রোলগুলো ওজন করতেই উনি দেখলেন মাখনের ওজন আসলে ১ কেজি নয় তা প্রতিটা আছে ৯০০ গ্রাম করে। পরের সপ্তাহে আবার কৃষক উক্ত দোকানে মাখন বিক্রি করতে গেলেন। দোকানের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলেন, "বেরিয়ে যাও আমার দোকান থেকে। এবার থেকে কোন বেঈমান চিটিংবাজের সাথে ব্যাবসা করবোনা। আমার দোকানে আর কোনদিন পা রাখবে না। ৯০০ গ্রাম মাখন ১ কেজি বলে বিক্রি করা তোমার মুখ আমি আর দেখতে চাইনা।” কৃষক বিনম্রভাবে কম্পিত স্বরে দোকানদারকে বললেন, “ভাই, দয়া করে রাগ করবেন না। আসলে আমি খুবই গরিব মানুষ। দাড়িপাল্লার বাটখারা কেনার মতো পয়সা আমার নেই। তাই আপনার থেকে প্রতিবার যে ১ কেজি করে চিনি নিয়ে যেতাম সেটাই দাড়িপাল্লার একপাশে রেখে অন্য পাশে মাখনের রোল মেপে নিয়ে আসতাম। আসলে ব্যপারটা হচ্ছে, আপনি অন্যের সাথে যা করবেন তাই আপনার কাছেই ফিরে আসবে। সেটা সম্মান, ঘৃণা, অপমান, ভালোবাসা .........যাই হোক না কেন #pipramamun #মোটিভেশন #motivation

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. আসসালামু আলাইকুম।
    আপনি বাঙ্গালী, তাই বাংলায় মেসেজ দিলাম।

    বিঃদ্রঃ আপনার কন্টাক্ট ফর্ম অকার্জকর। তাই কমেন্ট করলাম।

    আমি আপনার ওয়েবসাইট ব্রাউজ করে দেখলাম।
    ওয়েবসাইট মেবি নিজে নিজে করেছেন। তাই ওয়েবসাইটে অনেক ছোট বড় ডিজাইন ইস্যু রয়েছে।
    আপনি চাইলে একজন ডেভেলপার হায়ার করে সাইটটি নতুন করে ডিজাইন/ডেভেলপ করতে পারেন।

    আমি একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার।
    তবে আমি আপনাকে রিচ করেছি আপনার ফেসবুক পেজ থেকে। আমি নিয়মিত আপনার ভিডিও দেখি।
    হঠাত করেই আপনার ওয়েবসাইটের প্রতি ইন্টারেস্ট জন্মালো। তাই ভিডিওর নিচে দেয়া লিঙ্ক ধরে ওয়েবসাইটে চলে আসলাম।
    এসেই দেখি নাজেহাল অবস্থা।
    আপনি চাইলে এটাকে রিডিজাইন করে নতুন পোষ্ট দিয়ে এড এর মাধ্যেম হালকা কিছু ইনকাম ও করতে পারেন।

    আর এই টাইপের ওয়েবসাইট করেতে খুব বেশি খরচ পরবেনা।

    আপনি নতুন করে ডিজাইন করতে চাইলে আমাকে নক দিতে পারেন।
    ধন্যবাদ।

    কাজী শরীফুল ইসলাম।
    মোবাইলঃ 01612178331 (whatsapp)

    উত্তরমুছুন
  2. Actually, সবটাই এরকম না। গল্পে এরকম বলাই যায়, বাস্তবতা সেরকম নয়।

    অনেক মানুষ দেখছি, মানুষের টাকা মেরে বিশাল অবস্থা, তাদের তো অবস্থার পরিবর্তন হয়নি।
    😷😷😷

    উত্তরমুছুন

জীবন কি?