Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

এভাবে সময়ের সাথে বদলে যায় মানুষের জীবন ইকুয়েশন

ক্লাসে সবচেয়ে দূর্বল ছেলেটি সমাবর্তনে এসেছিল সবার চেয়ে হাই পজিশনের জব নিয়ে। . বার বার প্রেমে ব্যর্থ হওয়া মেয়েটি এসেছিল একটি সুন্দর ছোটো পরিবার নিয়ে। . কারো কাছে পাওা না পাওয়া, তোকে দিয়ে কিছু হবেনা বলা ছেলেটিই সবচেয়ে সুন্দর বউ নিয়ে এসেছে। . পড়াশোনার খরচ যোগাতে টিউশন করে হাত খরচ চালানো মেয়েটিও গাড়ি দিয়ে ক্যাম্পাসে এসেছিল। . ক্লাসে সবচেয়ে সাকসেসফুল ছেলেটি ডিপ্রেশনে ভুগছে জব না পাওয়ায়। . ডিপার্টমেন্টের হার্টথ্রোব মেয়েটির চোখের নিচে কালি বিয়ে হচ্ছে না বয়স হয়ে গেছে। . এভাবে সময়ের সাথে বদলে যায় মানুষের জীবন ইকুয়েশন। তাই ঘৃণা, হিংসা, কম্পিটিশন বাদ দিয়ে জীবনটাকে বাচা উচিত সম্পূর্ণ স্বাদ ও ভালবাসা নিয়ে। সময় কখন জীবনের কোন মোড় দেখায় কোন নিশ্চয়তা নেই, তাই কোন মুহূর্তের যাতে আপসোস না থাকে। #pipramamun

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

জীবন কি?