Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মনে রাখবেন এই আপনিই জীবনের প্রথম দিনে হার মানেননি

আজ আমাদের জন্মের, শুরুর গল্প থেকে শুরু করবো... বিজ্ঞান বলে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ্য পুরুষ একবার সহবাস করলে যে পরিমান বীর্য নির্গত হয় তাতে ৪০ কোটি শুক্রাণু থাকে। তো, লজিক অনুযায়ি মায়েদের গর্ভে যদি সেই পরিমান শুক্রানু স্থান পেতো তাহলে ৪০ কোটি বাচ্চা তৈরি হতো! কিন্তু তা হয়না, কারণ- এই ৪০ কোটি শুক্রাণু যখন মায়ের জরায়ুর দিকে পাগলের মত ছুটতে থাকে তখন জীবিত থাকে মাত্র ৩০০থেকে ৫০০। আর বাকিরা ? এই ছুটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায়।এই ৩০০-৫০০ শুক্রাণু, যেগুলো ডিম্বানুর কাছে যেতে পেরেছে।তাদের মধ্যে মাত্র একটি মহা শক্তিশালী শুক্রাণু ডিম্বানুকে ফার্টিলাইজ করে, অথবা ডিম্বানুতে আসন গ্রহন করে। সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছেন আপনি, আমি, আমরা সবাই। কখনও কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন? ১। আপনি যখন দৌড় দিয়েছিলেন" তখন ছিলনা কোন চোঁখ, হাত,পা, মাথা তবুও আপনি জিতেছিলেন। ২। আপনি যখন দৌড় দিয়েছিলেন"তখন আপনার ছিলোনা কোন সার্টিফিকেট, ছিলোনা মস্তিষ্ক তবুও আপনি জিতেছিলেন। ৩। আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিলনা কোন শিক্ষা, কেউ সাহায্য করেনি তবুও আপনি জিতেছিলেন। ৪। আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার একটি গন্তব্য ছিলো এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একা একাগ্র চিত্তে দৌড় দিয়েছিলেন এবং শেষ অবধি আপনিই জিতেছিলেন। - এর পর, বহু বাচ্চা মায়ের পেটেই নষ্ট হয়ে যায় । কিন্তু আপনি মারা যান নি, পুরো ১০ টি মাস পূর্ণ করতে পেরেছেন । - বহু বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু আপনি টিকেছিলেন । - বহু বাচ্চা জন্মের প্রথম ৫ বছরেই মারা যায়। আপনি এখনো বেঁচে আছেন । - অনেক শিশু অপুষ্টিতে মারা যায়। আপনার কিছুই হয় নি । - বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনি এখনো আছেন । আর আজ...... আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান, নিরাশ হয়ে পড়েন, কিন্তু কেন? কেনো ভাবছেন আপনি হেরে গিয়েছেন ? কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন ? এখন আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, সার্টিফিকেট, সবকিছু, অনেককিছুই আছে। হাত-পা আছে, শিক্ষা আছে, প্ল্যান করার মস্তিষ্ক আছে, সাহায্য করার মানুষ আছে, তবুও আপনি আশা হারিয়ে ফেলেছেন কেন। মনে রাখবেন এই আপনিই জীবনের প্রথম দিনে হার মানেননি। ৪০ কোটি শুক্রাণুর সাথে মরণপণ যুদ্ধ করে, ক্রমাগত দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই বিজয়ী হয়েছেন। আর তাই জীবনে কখনো হতাশ হবেন না। লক্ষ্য স্থির করুন, আপনিই বিজয়ী হবেন। আজ শেষ করছি। আসবো নতুন কোন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভাল থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ মোটিভেশন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

জীবন কি?