আপনিই আপনার জন্য যথেষ্ট।কারো সান্ত্বনায় কিংবা নুনের ছেটায়, আপনার কিচ্ছু আসে যায় না
পৃথিবীতে এমন মানুষের খুব অভাব, যারা আপনি ব্যর্থ হবার পর হাতটা শক্ত করে ধরে বলবে, "আরে এইটা কোনো ব্যাপার না,সামনের বার অবশ্যই হবে"!
.
ব্যর্থতার দিনে পাশে থাকার মানুষ খুজে পাওয়া না গেলেও, হতাশায় পুরোপুরি ভাবে ডুবিয়ে দেয়ার লোকের অভাব হয় না।
.
কেউ কেউ আবার ব্যর্থতার খবর পেয়ে পৈশাচিক আনন্দ পায়।সান্ত্বনা দেবার নাম করে কাটা ঘাঁয়ে নুনের ছেটা দেয়।
.
জীবন পথে হাটার সময় অনেক আপনজন আপনার পাশে থাকবে! কিন্তু একবার আপনি হোঁচট খেলেই আপনজনগুলো কয়েকটা ভাগে বিভক্ত হয়ে যাবে!
.
কেউ জোরে জোরে হাসবে,কেউ মুখ চেপে হাসবে! কেউ দৌড়ে পালাবে আবার কেউ
সমবেদনা জানাবে! কেউ আপনাকে তোলার চেষ্টা করবে,কেউ আবার কেঁদে ভাসাবে!
যে যাই করুক,হোঁচট খেয়ে অন্তত আপনি বিশ্বস্ত হাতগুলো চিনবেন!
.
শেষ পর্যন্ত যদি কেউ ওঠাতে না আসে তবে আপনার সব থেকে বড় আপনজন আপনাকে ওঠাবে! আর সে আপনজনটা হচ্ছেন আপনি নিজে! বিশ্বস্ত হাতগুলো যখন গুটিয়ে যাবে তখন নিজের পেশিতে জোর দিয়ে উঠে দাড়াতে হবে!
কেউ আপনার না,কিন্তু আপনি তো আপনার !
.
পৃথিবীতে প্রতিটা সফল ব্যক্তির জীবনে অসংখ্য ব্যর্থতার গল্প আছে এবং সেদিন সে ব্যর্থতাগুলোকে হতাশার রূপ না দিয়ে সেখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে গেছে।
.
তাই যে সকল তথাকথিত আপনজনেরা কখনো কোনোদিন আপনার খোজ নেয়নি অথবা আপনার কোনো খারাপ সময়ে পাশে থাকেনি সেই সব মানুষদের বিপদেও আপনার সমবেদনা দেখাতে যাবার কোনো প্রয়োজন নেই।
.
ব্যর্থ হবেন, হারবেন না। জেতার উপায় শিখবেন।
কাটা ঘাঁয়ে নুনের ছেটা দিতে আসলে সাথে একটু গুড়া মরিচ মিশিয়ে দিতে বলবেন।
এবং ৩২টা দাঁত বের করে হেসে বুঝিয়ে দেবেন এতে আপনার এ জন্য কিছু আসে যায়না!
.
আপনি চেষ্টা করবেন, ব্যর্থ হবেন, শিখবেন এবং একদিন ঠিকই জিতবেন।আর সেদিন এরাই আপনাকে নিয়ে লাফাবে।
সেদিনও একই ভাবে ৩২ টা দাত বের করে হেসে বুঝিয়ে দেবেন,"আপনিই আপনার জন্য যথেষ্ট।কারো সান্ত্বনায় কিংবা নুনের ছেটায়; আপনার কিছু আসে যায় না!"
#pipraMAMUN
0 মন্তব্যসমূহ