Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই!আপনি আছেন আপনার গতিপথে

অন‍্যের এগিয়ে যাওয়া দেখে কখনোই হতাশ হবেন না। ঢাকায় যখন রবিবার সকাল ৬ টা নিউইয়র্কে তখন শনিবার রাত ৮টা। মানে সময়ের দিক থেকে নিউইয়র্ক ঢাকার থেকে দশ ঘণ্টা পিছিয়ে..... এতে কিন্তু প্রমাণ হয় না যে, নিউইয়র্ক ঢাকার থেকে পিছিয়ে আছে। পৃথিবীর সবকিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে। কেউ গ্রাজুয়েশন শেষ করে ২২ বছর বয়সে.. কিন্তু চাকরি পেতে আরো ৫ বছর সময় লেগে যায়। আবার কেউ ২২ বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যান! অনেকে ২৫ বছর বয়সে কোম্পানির CEO হয়ে, মারা যান ৫০ বছর বয়সে। আবার অনেকে ৫০ বছর বয়সে CEO হয়ে, মারা যান ৬০ বছর বয়সে। কেউ ৩৩ বছর বয়সে এখনও সিঙ্গেল, আবার কেউ ২২ বছর বয়সেই বিয়ে করে সন্তানও জন্ম দিয়েছেন! মনে হতেই পারে, পরিচিতদের মধ্যে.. আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন, আবার কেউ আছেন অনেক পিছিয়ে। কিন্তু আপনার সে ধারনা ভুল.. প্রত্যেকেই তার নিজ নিজ সময়, অবস্থান এবং গতিতে আছেন। আগে থাকাদের হিংসা না করে, পিছিয়ে থাকাদের অবহেলা না করে, সব সময় শান্ত থাকুন। আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই! আপনি আছেন আপনার গতিপথে। অন্যরা আছেন তাদের পথে। শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান.. একদিন সফল হবেন....... ইন শা আল্লাহ্ #pipramamun

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

জীবন কি?