Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে ২ টাকা দেয়ার আগেও চিন্তা করি কতটুকু পূণ্য অর্জন হবে

বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় ৷
.
কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়।
.
বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়।
.
যে সার্টিফিকেটের জন্য বছরের পর বছর হাড়ভাঙা খাটুনি করেন সেটাও বোঝা হয়ে যায়, যখন চাকরির নিয়োগে আর সেটাকে কাজে লাগানো যায়না।
.
জীবনভর কামাই করা টাকা ফাও মনে হয়, যখন দুরারোগ্য রোগের কারনে মৃত্যু অবধারিত হয়ে যায়।
.
কামাই না করতে পারলে, যে ঘরে সারাজীবন বড় হয়ে এ পর্যন্ত আসা সেখানেই নিজের বদলে কামাই করা ভাইয়ের পাতে মাছের মাথাটা চলে যায়।
.
পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না।
.
জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো,
 কার কাছে আপনি কতদিন কতটা প্রায়োরিটি পাবেন, সেটা নির্ভর করবে, 
তার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আপনার আছে তার উপর।
এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি।
 আজ সকালে যে পত্রিকার দাম ১০ টাকা, একদিন পর সে একই পত্রিকারই ১ কেজির দাম ১০ টাকা। হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন, বছর শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেন।
.
সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সবকিছুর। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে ২ টাকা দেয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূণ্য অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না৷ 
 কথাগুলো খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব।
.
তাই নিজের মূল্য বুঝতে শিখুন,  নিজেকে পরিমাপ করতে শিখুন,   নিজেকে তৈরি করুন,  নিজের পাকাপোক্ত  অবস্থানের জন্য আজই উঠে দাঁড়ান, ঘুরে দাঁড়ান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

জীবন কি?