Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মানুষ কী ভাববে সেটা নিয়ে আপনি ভাবতে যাবেন না

মানুষ কী ভাববে সেটা নিয়ে আপনি ভাবতে যাবেন না। কারণ দিনশেষে সত্যি কথা হচ্ছে কেউ আপনাকে নিয়ে কিছুই ভাবে না। ভাবলে আপনার আজকের দুরবস্থা হতো না ।

 আপনি সফল হলে তারা হিংসা করবে। ব্যর্থ হলে তুচ্ছতাচ্ছিল্য করবে। ভালো কাজ করলে সমালোচনা করবে। খারাপ কাজ করলে বদনাম করবে। দামী মোবাইল ইউজ করলে বলবে - 'ফুটানি । আবার নরমাল মোবাইল ইউজ করলে বলবে- ফকিন্নি। এগিয়ে যেতে চাইলে বাঁধা দিবে, থেমে থাকলে অলস বলবে। দান করলে শো অপ বলবে। চুপ থাকলে বোকা বলবে।

 Just Don't care! আপনি মানুষের ক্যারেক্টার চেঞ্জ করতে পারবেন না৷ আপনি চিন্তাটা চেঞ্জ করুন, তাহলে দেখবেন কারো কথা আপনাকে পেছনে টেনে ধরবে না৷ কারো কথা আপনাকে মন খারাপও করতে দিবে না৷ 
 আসলে, জীবনে কিছুই করতে না পারা লোকগুলো, আপনাকেও কিছু করতে দিবে না।

কিছু ব্যক্তি আছে আপনি এ প্লাস পাওয়ার পরও বলেছিল- ' ওহ গোল্ডেন তাহলে পাও নাই?' আবার গোল্ডেন পাওয়ার পর বলবে- 'ভালো ভার্সিটিতে চান্স না পেলে গোল্ডেন দিয়ে আর কী হবে?' আবার সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরও বলবে-'ভার্সিটি দিয়ে আর কী হবে, ভালো সাবজেক্ট ছাড়া জীবনে কিছু হবে?' আবার ভালো সাবজেক্টে চান্স পাওয়ার পরও এরা থেমে নেই, তখন এরা বলবে - 'ভাল সাবজেক্ট পাওয়া কত ছেলে মেয়েকেই তো দেখলাম বেকার ঘুরছে, দেখ কিছু করতে পার কিনা'। 

এরা হচ্ছে এ সমাজের ভাইরাস। এদের কাছ থেকে আপনি নিজেকে দূরে রাখতে না পারলে জীবনে কোনো কাজ করেও এদের মন্তব্যের কারণে শান্তি পাবেন না। জীবনে সবাইকে সম্মান দিন যার যতটা প্রাপ্য।  কিন্তু সবার কথাকে পাত্তা দিবেন না। 

আপনি তাই করুন যা আপনার করতে মন চায়৷ যেদিন আপনার মিশন সাকসেস হবে - এরাই আবার বলবে 'জানতাম তুমিই পারবা, তোমার প্রতি আমার বিশ্বাস ছিল।'

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

জীবন কি?