নিজের আলাদা এক ldentity তৈরি করায় যে মজা আছে, যে আনন্দ আছে তা অন্য কিছুতে কখনও পাওয়া যায় নাহ!
ভালোবাসায় ব্যর্থ হয়ে অনেকে আমার কাছে এসে বলে, ও আমাকে ছেড়ে চলে গেছে। আমি তখন তাকে বলি- ভালোই হয়েছে। এখন আপনি বেচেঁ থাকার একটি কারণ খূজেঁ পাবেন। সে আপনাকে ছেড়ে যায় নি বরং আপনার অসফলতাই তাকে আপনার থেকে দূরে নিয়ে গেছে।
তাই এখন, আরোও একবার উঠে দাড়ান আর আরোও একবার শুরু করুন।
এখন স্বপ্নে আর তাকে নয় বরং আপনার ভবিষ্যতকে দেখা শুরু করুন। একবার মনে করুন আপনার ছোট বেলার স্বপ্ন গুলোকে। তখন আপনি অনেক কিছু হতে চেয়েছিলেন। সেই স্বপ্নগুলোকে আজ আবার নতুন করে দেখা শুরু করুন।
একটা কথা আমি বার বার বলি- নিজের স্বপ্নের পিছনে এমন ভাবে ছুটুন,
যাতে আপনার সাথে দেখা করাটা তাদের কাছে স্বপ্ন হয়ে যায়, যারা কোথাও না কোথাও, কখনও না কখনও আপনাকে নিয়ে মজা করেছিলো।
সবার প্রথমে আপনি আপনার ক্যারিয়ার তৈরি করুন তারপর অন্যকিছু।
জীবনে খুব বেশি না হলেও, এতোটা সফল তো আপনাকে অবশ্যই হতে হবে, যাতে আপনার ফ্যামেলি এবং আপনার প্রয়োজন কিংবা চাহিদা পূর্ণ করতে পারেন!
যখন আপনি এটা বুঝতে পারছেন না যে,
আমার ভবিষ্যৎটা কেমন হবে, তখন আপনি আপনার বর্তমানে মনযোগ দিন। যদি আপনার বর্তমান ঠিক করতে পারেন তবে আপনার ভবিষ্যৎ অটোমেটিক ঠিক হয়ে যাবে!
এটা গুরুত্বপূর্ণ নয় যে আপনার প্রতিটা স্বপ্নই সত্যি হয়ে যাবে। কিন্তু তারপরেও ১০০ টা স্বপ্নের মধ্যে ১০টা গুরুত্বপূর্ণ স্বপ্নকে পূর্ণ করাই যায়!
জীবনে সফল হওয়ার জন্য এই রাস্তাটিই আছে।
যাদের মনে হয় তারা না থাকলে আপনি ধ্বংস হয়ে যাবেন, তাদের কাছে আপনার সফলতাটাই হবে তার জবাব।
মনে রাখবেন- অনেক মজবুত হয়ে যায় সেই সব লোক, যারা ভিতর থেকে ভেঙে পরে!
যে একবার পরে গিয়েও ওঠা শিখে যায়। সে আর কখনোই পরে যেতে ভয় পায় নাহ।
তাই হয়তো বলে- জীবনের সব থেকে বড় গুরু হলো -আঘাত।
আঘাত যত বেশি পাবেন ততোবেশি আপনি শক্ত হবেন।
আজ শেষে করছি কেবল আর একটি কথা বলে__
প্রতিটি জিনিসের মূল্য সময় আসার পরেই বোঝা যায়।
আপনি কি সেটা এখন আপনি যেমন জানেন না, তেমন আপনার চারপাশের মানুষজনও জানে না। কিন্তু যেদিন আপনার সময় আসবে, সেদিন আপনি কি সেটা আপনিও জানবেন আর আপনাকে অবহেলা করা মানুষ গুলোও জানবে। তাই যে যা বলছে বলতে দিন। আপনি আপনার কাজ করতে থাকুন। মনে রাখবেন- হীরাও কয়লার মধ্যেই পরে থাকে। কিন্তু যেদিন হীরের সময় আসে, সেদিন হীরের মূল্য অনেক লোকের সাধ্যের বাইরে চলে যায়!
ধন্যবাদ সবাইকে।
আল্লাহ হাফেজ ভালো থাকুন সবসময়।
0 মন্তব্যসমূহ